TMC Shahid Diwas: বড়বাজারের বিভিন্ন ধর্মশালাতেও কর্মী সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল। Bangla News

2022-07-20 9

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের মতো বড়বাজারের বিভিন্ন ধর্মশালাতেও কর্মী সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল। প্রাতঃরাশে ছিল লুচি-তরকারির ব্যবস্থা। মধ্যাহ্নভোজের মেনুতে ভাত, ডাল, আলু-পটলের তরকারি এবং ডিম। 

Videos similaires