'মমতা আমাদের ব্যানার, অভিষেক ইন্সট্রুমেন্ট' ২১ জুলাই প্রস্তুতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে বললেন মদন মিত্র। 'এই ২১ জুলাই সিদ্ধান্ত নেবে ২০২৪ কী হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যয়ের প্রতিচ্ছবি। কাল ঐতিহাসিক সভা হতে চলেছে', মন্তব্য মদন মিত্রর।