চূড়ান্ত ডামাডোলের মধ্যেই শেষ হল শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। ১৩৪ ভোট পেয়ে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাপেরুমাকে পরাজিত করেন। দুল্লাস আলাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। জেজেবি-র প্রার্থী অনুরা কুমারা পেয়েছেন ৩টি ভোট।