হাইকোর্টে অনুমতি-জট কাটার আগেই, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কোলাঘাটে ২১ জুলাই উলুবেড়িয়া চলো কর্মসূচির প্রচার শুরু করল বিজেপি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের টেঙ্গুয়া ও ২ নম্বর ব্লকের রেয়াপাড়ায় নন্দীগ্রাম-চণ্ডীপুর রাজ্য সড়কের ওপর এদিন দেখা গেল প্রচার তোরণ। একই ছবি দেখা গেল কোলাঘাটেও। গতকাল সভার অনুমতি-মামলায় একগুচ্ছ প্রশ্ন তোলে হাইকোর্ট। এর মধ্যেই বিজেপির প্রচার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আদালতে মামলা বিচারাধীন হওয়া সত্ত্বেও কর্মসূচিতে অনড় গেরুয়া শিবির। জনমানসে বিভ্রান্তি তৈরির চেষ্টা বিজেপির, পাল্টা দাবি তৃণমূলের।