Hooch Tragedy: ঘুষুড়িতে বিষমদে মৃত্যু ৬ জনের, অভিযোগে তপ্ত হাওড়া
2022-08-24
0
ঘুষুড়িতে পরপর ৬ জনের মৃত্যু। বিষ মদের জেরেই হাওড়ার ঘুষুড়িতে পরপর ৬ জনের মৃত্যু হয় বলে অভিযোগ। মদে বিষক্রিয়ার জেরেই ঘুষুড়িতে ওই ৬ জনের মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।