বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সকালে মদের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। একজনকে আটক করেছে পুলিশ। এদিন দিলীপ ঘোষ বলেন, "প্রতিবছর বাংলায় এরকম ঘটনা ঘটে। নিরীহ মানুষরা মারা যান। মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা। সরকার নির্বিকার। এর পিছনে অনৈতিক চক্র আছে।''