Ananda Sakal (4): হাওড়ায় ৬ জনের রহস্যমৃত্যু, মদে বিষক্রিয়ার জেরে মৃত্যু, দাবি পরিবারের

2022-07-20 107

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ৬ জনের মৃত্যু ঘিরে উত্তেজনা। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ২০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। চোলাইয়ের ঠেক ভাঙচুর স্থানীয়দের। অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনে রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। গতকাল সেখানে মদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। সকালে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। 

Videos similaires