বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সকালে মদের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। একজনকে আটক করেছে পুলিশ। এবিষয়ে কুণাল ঘোষ বলেন, যে কোনও অপ্রীতিকর ঘটনাই অবাঞ্ছিত এবং নিন্দার। এটা সামাজিক সমস্যা। হঠাৎ কোথাও কিছু হচ্ছে তা নয়। সরকার, পুলিশ প্রশাসন কমাবার চেষ্টা করছে।