Ananda Sakal (3): কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বা গাড়িতে, ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে কলকাতার পথে তৃণমূল কর্মীরা

2022-07-20 36

বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ। ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৭ জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। সকালে মদের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। একজনকে আটক করেছে পুলিশ।

Videos similaires