আমার বন্ধু দয়াময় । Amar Bondhu Doyamoy

2022-07-19 14

গানের শিরোনাম/ ‍Song Title: আমার বন্ধু দয়াময় || Amar Bondhu Doyamoy
Lyrics
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
ভাইবে রাধা রমন বলে
শোনরে কালিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিলাই জ্বালাইয়া রে।।
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।

Videos similaires