‘ভোটের দিন সন্ত্রাস করলে ব্যালট বক্স উল্টে দিন’। ‘নমিনেশন দিতে প্রথম দিন বাধা পেলে ফিরে আসবেন’। ‘পরের দিন আমাকে জানাবেন’। ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে যাব’।‘তাও না হলে, অনলাইনে নমিনেশন দেবেন’। বিজেপির ব্যারাকপুর। সাংগঠনিক জেলায় দলীয় কর্মসূচিতে মন্তব্য শুভেন্দু অধিকারীর। অর্জুনের পদ্মত্যাগের পর ব্যারাকপুর সাংগঠনিক জেলায় দায়িত্বে শুভেন্দু অধিকারী। ‘নমিনেশন দিক, আমি বলছি, কেউ আটকাবে না’। ‘প্রার্থীই নেই বিজেপির, সেইজন্য এসব কথা বলছেন’। ‘সব পঞ্চায়েতেই জিতবে তৃণমূল কংগ্রেস’। ‘আবার চ্যালেঞ্জ করছি আমার বিরুদ্ধে ব্যারাকপুরে দাঁড়ান’। পাল্টা হুঙ্কার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের