ABP Exclusive: যানজটের আশঙ্কায় ওয়ান ওয়ে ঘোষণা, ২১ জুলাই কোন পথে পৌঁছবেন গন্তব্যে?

2022-07-19 132

২১ জুলাই রয়েছে কোনও গুরুত্বপূর্ণ কাজ? ভেবেছেন কি কীভাবে ওইদিন অফিসে যাবেন? অথবা হঠাৎ কোনও জরুরি প্রয়োজনে রাস্তায় বেরোতে হলে কী করবেন? কোন পথে পৌঁছবেন গন্তব্যে? করোনাকালে ২ বছর বন্ধ থাকার পরে ২১ জুলাই, বৃহস্পতিবার তৃণমূলের সমাবেশ রয়েছে। ধর্মতলায় চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। ওই দিন প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কাও রয়েছে। আর তাই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে শহরের একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করা হয়েছে।  বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত  একাধিক রাস্তা ওয়ান ওয়ে থাকবে। যার মধ্যে- উত্তর থেকে দক্ষিণ একমুখী থাকবে আমহার্স্ট স্ট্রিট, ব্রেবোর্ন রোড। দক্ষিণ থেকে উত্তর একমুখী থাকবে কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট। একমুখী থাকবে কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর বিধান সরণি । একমুখী থাকবে হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর স্ট্র্যান্ড রোড । একমুখী থাকবে পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট , পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড। 

Videos similaires