২১ জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতে অস্বস্তিতে বিজেপি। উলুবেড়িয়ায় সভা করার অনুমতি সংক্রান্ত মামলায় অস্বস্তিতে বিজেপি। ‘২১ জুলাইয়ের জন্য কী পুলিশি বন্দোবস্ত ?’‘কত মানুষ আসতে পারেন ?’‘রাত ৮টা থেকে সভা করার জন্য বিজেপিকে অনুমতি দিলে অসুবিধা হবে কি ?’ রাজ্যের কাছে জানতে চাইল আদালত। ‘নিজেদের সভায় কত মানুষ আসছে বলে আশা করছে বিজেপি ?’‘কারা কারা উপস্থিত থাকবেন ?’ জানতে চাইল আদালত। অন্য দিন সভা করার জন্য বিজেপিকে পরামর্শ আদালতের, কাল শুনানি। ‘আদালত চায় মানুষের শান্তি ও স্বস্তি বজায় থাকুক’, মন্তব্য বিচারপতির। ২১ জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতে অস্বস্তিতে বিজেপি। আদালতে প্রশ্নের মুখে বিজেপির দিন নির্বাচনের সিদ্ধান্ত।‘২১ শে জুলাই কেন করতে হবে ? ওই দিনের কী কোনও বিশেষত্ব আছে ?’।‘২২ বা ২৩ জুলাই করলে অসুবিধা কী হবে ?’বিজেপির আইনজীবীকে প্রশ্ন বিচারপতির