করোনা কালের দু বছর বড় পর্দায় ছবি মুক্তি নিয়ে যে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছিল তা কেটে যাওয়ার পরই বিগ স্ক্রিন রিলিজের ধুম পড়েছে এখন। প্যান ইন্ডিয়ান ছবি বক্স অফিস রিলিজের সমীকরণটাই পাল্টে দিয়েছে। তবে বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও ছবি মুক্তির ট্রেন্ডে ভাটা পড়েনি। আগামীতে বড় বড় কোন ছবি মুক্তির অপেক্ষায় সেই তালিকা আর কাহিনির আভাস রইল আজ।