শুরু হয়ে গেছে ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। এসেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মঞ্চের সামনে এখন থেকেই রয়েছে পুলিশ পাহারা। যাঁরা মঞ্চ তৈরির কাজ করছেন, তাঁরা ছাড়া আর কাউকে মঞ্চের কাছে আসতে দেওয়া হচ্ছে না। মূল মঞ্চের ডানদিকে নিয়মমাফিক শহিদ পরিবারের জন্য আরও একটি মঞ্চ করা হয়েছে। লাগানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। ২১শে জুলাইয়ের জন্য কী পুলিশি ব্যবস্থা? রাজ্য়ের কাছে জানতে চাইল আদালত।