Commonwealth games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের কারা থাকছেন, দেখুন

2022-08-24 0

ব্রিমিংহামে ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে এ বছরের কমনওয়েলথ গেমস। চলবে ৮ আগাস্ট পর্যন্ত। আগামী ৮ অগাস্ট কমনওয়েলথ গেমসের শেষ অনুষ্ঠান হবে  বলে জানানো হয়েছে। এ বছরের কমওয়েলথ গেমসে মেনস সিঙ্গলসে থাকছেন লক্ষ্য সিং, কিদাম্বি শ্রীকান্ত।