Rupee:টাকার দামে সর্বকালীন পতন,ইতিহাসে প্রথমবার ডলারের নিরিখে ৮০-তে উঠল ভারতীয় মুদ্রার দরBangla News

2022-07-19 121

ইতিহাসে প্রথমবার। টাকার দামে সর্বকালীন পতন। ডলারের নিরিখে ৮০-তে উঠল ভারতীয় মুদ্রার দর। দেশে কয়েকদিন ধরেই পড়ছে টাকার দাম। এ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে মোদি সরকার। টাকার দামে পতনে ফের জ্বালানি ও তার সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা।