দীর্ঘ দুবছরের অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠলেও এখনও কিছু মানুষ করোনা নিয়ে অসচেতন। ইতিমধ্যেই যদিও শুরু হয়েছে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। কিন্তু এখনও মানুষ অসচেতন, উদাসীন। মাস্ক না পরা নিয়ে নানা ধরণের অজুহাত মুখে মুখে।