প্রবল গরমে পুড়ছে গোটা ইউরোপ। পরিস্থিতি এমনই যে, ব্রিটেন জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার, জারি করা হয়েছে চরম তাপ সতর্কতা। পর্তুগাল ও স্পেনে তাপপ্রবাহের জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৭ জনের। ৪০ ছুঁইছুঁই তাপমাত্রায় প্রাণান্তকর অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন ব্রিটেনবাসী। শতাব্দীপ্রাচীন টিউব রেলের অনেক স্টেশনেই নেই বাতানুকূল ব্যবস্থা। ফলে সেখানেও হাঁসফাঁস গরম। প্রবল তাপে লুটন বিমানবন্দরে রানওয়ের পিচ গলে গিয়েছে। পুড়ছে প্যারিসও। ফ্রান্সে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। ইতালি ও গ্রিসেও এবার রেকর্ড গরম।