West Bengal Governor : পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গণেশন। Bangla News

2022-07-19 120

জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী। তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপাল হিসেবে শপথ নিলেন লা গণেশন। তিনি অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। 

Videos similaires