Tehatta: সরকারি চাকরির নামে ‘প্রতারণা’, কাল হাজিরা দিচ্ছেন না তৃণমূল বিধায়ক

2022-07-18 23

সরকারি চাকরির নামে ‘প্রতারণা’, কাল হাজিরা দিচ্ছেন না তৃণমূল বিধায়ক। কাল না আসতে পারার কথা জানিয়ে পুলিশকে ইমেল তেহট্টের বিধায়কের। ‘রাষ্ট্রপতি ভোটের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অসুস্থ বোধ করছি’, অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন শাখায় তাপস সাহার ইমেল। হাজিরার জন্য দুর্নীতি দমন শাখার কাছে অন্য সময় চাইলেন বিধায়ক।

Videos similaires