West Bengal: কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে? জেলে গিয়ে হাফিজুলকে জেরা করবে পুলিশ । Bangla News

2022-07-18 59

রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ, এবার ‘গেট প্যাটার্ন’ পদ্ধতিতে তদন্ত, সিসি ফুটেজে অভিযুক্তের হাঁটাচলার ধরন দেখে ফরেন্সিক তদন্ত, ‘রাজস্থানেও কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিল ধৃত হাফিজুল’, কেন হাফিজুলকে খুঁজতে এসেছিল  রাজস্থান পুলিশ? তদন্তে পুলিশ, ১ অগাস্ট পর্যন্ত ধৃত হাফিজুলের জেল হেফাজতের নির্দেশ,কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে? জেলে গিয়ে হাফিজুলকে জেরা করবে পুলিশ