একসময় যেটা পৃথিবীর সবথেকে দ্রুত উন্নয়নশীল অর্থনীতি ছিল সেটাকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায় সেব্যাপারে বিজেপি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গব্বর সিং আবার আঘাত হেনেছে। যেসব জিনিসের দাম আজ থেকে বাড়ল ... "দই, লস্যি, ঘোল পনিরে জিএসটি বাড়ছে ৫ শতাংশ। চাল, গম, রাই, বার্লি ওটসে জিএসটি বাড়ছে ৫ শতাংশ। গুড় আর মধুতেও জিএসটি বাড়ছে ৫ শতাংশ। জিএসটি বাড়ছে হোটোলের ঘর, সোলার ওয়ার হিটারেও। জিএসটি বাড়ছে এলইডি ল্যাম্প, লাইট আর ব্যাঙ্কের চেকের।'' ট্যুইট করে আক্রমণ রাহুল গাঁধীর