কি দোষ পাইয়া উইড়া গেলি ওরে বনের পাখি। রাত্রি দাস। Ki dosh paiya uira gali ore boner pakhi. Ratri Das

2022-07-15 10

পল্লীগীতি। কি দোষ পাইয়া উইড়া গেলি ওরে বনের পাখি। রাত্রি দাস। Ki dosh paiya uira gali ore boner pakhi. Ratri Das

=========================================

গানঃ

কি দোষ পাইয়া উইড়া গেলি
ওরে বনের পাখি
তোর বেদনায় দিনে রাইতে
ঝরে আমার আঁখিরে ঝরে আমার আঁখি।

আগে যদি জানতাম পাখি
ফাঁকি দিবি মোরে
ভালো তোরে বাসতাম নারে
আমার জনম ধরে।

জানতাম নারে ব্যাথার বোঝা
ওরে অবুঝ পাখি
তোর বেদনায় দিনে রাইতে
ঝরে আমার আঁখিরে ঝরে আমার আঁখি।

সোনার খাঁচায় রাইখা তোরে
কতই সোহাগ ভরে
খাইতে দিতাম দুধ কলা ভাত
দিন রজনী ধরে।

এত কেন নিঠুর হইয়া
আমায় দিলি ফাঁকি
তোর বেদনায় দিনে রাইতে
ঝরে আমার আঁখিরে ঝরে আমার আঁখি।

=========================================
ধন্যবাদ
=========================================