যার ছায়া পড়েছে মনের আয়নাতে। রাত্রি দাস। Jar chaya poreche moner aynate.Ratri Das. আধুনিক গান। যার ছায়া পড়েছে মনের আয়নাতে। রাত্রি দাস। Jar chaya poreche moner aynate.Ratri Das. আধুনিক গান।
===========================================
গানঃ
যার ছায়া পড়েছে মনের আয়নাতে
সে কি তুমি নও, ও গো তুমি নয়
হৃদয়ে আমার সুরের আবেশ।
ছড়িয়ে দিলে গো।
তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে।
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো।
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।
===========================================
গীতিকারঃ সৈয়দ শামসুল হক
সুরকারঃ সত্য সাহা
মূল শিল্পীঃ ফেরদৌসী রহমান
কভার শিল্পীঃ রাত্রি দাস
===========================================
Thanks
===========================================