কয়লাকাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কয়লাকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি সহ একাধিক অভিযুক্তর অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ, নথিপত্র খতিয়ে দেখা গেছে, কয়লা মাফিয়ার থেকে ধৃত ৭ ইসিএল কর্তা এক বছরে ৭ থেকে ৮ কোটি টাকা নিয়েছেন। এরপর সেই টাকা কোন অ্যাকাউন্টে গেছে? ওই টাকায় কোনও বেনামি সম্পত্তি কেনা হয়েছে কি না? ইসিএলের আর কোনও আধিকারিক ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিবিআই। আগামী সোমবার ধৃত ৭ জনকে আদালতে তোলা হবে। তার আগে টাকার লেনদেন সম্পর্কে সিবিআই আরও বিস্তারিত জানতে চাইছে বলে সূত্রের খবর। কয়লাকাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জনকে।