কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর জেরে সকালের ব্যস্ত সময়ে ওই লাইনে প্রায় ৩৫ মিনিট বন্ধ ছিল মেট্রো পরিষেবা। ১১টা ৫ নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।