কল্যাণী AIIMS’এ বেআইনি নিয়োগের অভিযোগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছেন CID অফিসাররা। আজ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে এই মামলাতেই জিজ্ঞাসাবাদ করার কথা CID-র। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আগেই CID নোটিস পাঠিয়েছে। AIIMS’এ বেআইনিভাবে নিয়োগের অভিযোগে তদন্ত শুরু করেছে CID