Sealdah Metro : প্রতিদিন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১০০ ট্রেন, জানুন নয়া রুটের বিস্তারিত তথ্য
2022-07-15 55
সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত গড়াল ইস্ট-ওয়েস্ট মেট্রোর চাকা। ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে সকাল থেকে ভিড় যাত্রীদের। প্রথম দিনে বিকেল পর্যন্ত মেট্রোয় চড়েছেন ১৮হাজার ১৫৪জন। শিয়ালদা থেকে উঠেছেন প্রায় সাড়ে ৭ হাজার যাত্রী।