Amarnath Yatra : ' বেঁচে এসেছি, এটাই আমাদের সৌভাগ্য ' অমরনাথ থেকে কলকাতায় ৭৮ পুণ্যার্থীর দল

2022-07-15 25

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কেটেছে দিন-রাত। সেই আতঙ্ককে সঙ্গী করেই অমরনাথ থেকে কলকাতায় ফিরল ৭৮জন পুণ্যার্থীর দল। এবিপি আনন্দের কাছে তুলে ধরলেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। ৭৮ জনের সেই দল ফিরল বৃহস্পতিবার। জম্মু-তাওয়াই এক্সপ্রেসে করে, কলকাতা স্টেশনে নামেন তাঁরা। 

Videos similaires