৪৫০ বছরের পরাধীন ভারতের স্বাধীনতার ইতিহাস - History of The Indian Independence 1947

2022-07-14 3

৪৫০ বছরের পরাধীনতার থেকে স্বাধীন হওয়ার ভারতের ইতিহাসের কথা।

সাল 1947
দিন 15th August

প্রায় ৪৫০ বছরের পরাধীনতার থেকে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ।
আর এই স্বাধীনতা পাওয়ার জন্য প্রান হারাতে হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষ্মীবাই , ক্ষুদিরাম বসু থেকে মহাত্মা গান্ধীর মতো অনেক স্বাধীনতা সংগ্রামীকে।

আজ আমরা জানবো ৪৫০ বছরের পরাধীনতার থেকে স্বাধীন হওয়ার ভারাতের ইতিহাসের কথা।

সাল ১৮৫৭ সিপাহী বিদ্রোহ : (Sipahi Vidroh)
সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বোলে মনে করা হয়ে থাকে। ১০ই মে ১৮৫৭, স্থান দিল্লি থেকে 64km উত্তর –পূর্বে মেরঠ শহরে শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের বিরুদ্ধে যুদ্ধ।

১৫ই অগাস্ট ১৯৪৭ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একশো বছরেরও বেশি সময় এবং ব্রিটিশ রাজের অতিরিক্ত 90 বছরের পর, ভারতীয় উপমহাদেশ অবশেষে স্বাধীনতা অর্জন করেছিল - ভারত ও পাকিস্তান নামে দুটি বিচ্ছিন্ন ভূখণ্ডে বিভক্ত হওয়র মধ্য দিয়ে।

বীর সংগ্রামীদের মুখে উচ্চারিত বন্দেমাতরম ও ইনকেলাব জিন্দাবাদ উছারিত অকল্পনীয় হিংসা, অহিংসা আন্দোলন, অনশন ও তাদের বলিদানের উপহার বর্তমান ভারাতের স্বাধীনতা।