Ananda Live: বেআইনি কয়লা পাচারের অভিযোগ, গ্রেফতার ECL’এর বর্তমান ও প্রাক্তন সাত আধিকারিক

2022-07-14 19

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ডেকে পাঠাল রাজ্য পুলিশ। বৃহস্পতিবার সন্ধেয় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে নোটিস পাঠায়। মঙ্গলবার সকাল এগারোটায় তাঁকে হাজির হতে বলা হয়েছে। তৃণমূল বিধায়ক অবশ্য বৃহস্পতিবার সন্ধেয় জানিয়েছেন, তিনি তখনও নোটিস পাননি। 

Videos similaires