ক্রমশ চিন্তা বাড়াচ্ছে মালদার কোভিড গ্রাফ

2022-07-15 1

শুক্রবার থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হল ১৮ বছর ও তাঁর বেশি বয়সিদের। এতদিন পর্যন্ত করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। এবার ১৮ বছর বয়সি ও তার ঊর্ধ্বদেরও এই ডোজ দেওয়ার কাজ শুরু হল৷ এদিন সকাল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বুস্টার ডোজ নিতে মানুষের ভিড় দেখা যায়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ১৫ লাখ মানুষের বুস্টার ডোজ এখনও বাকি রয়েছে। দিনের পর দিন বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে লাগাম টানতে স্বাস্থ্য দফতর টিকাকরণের উপরে বিশেষভাবে জোর দিচ্ছে।

Free Traffic Exchange