আসলপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির

2022-07-14 22

অসলপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যাক্তির

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত আসলপুর এলাকায় মোটরবাইক ও গ্যাস ট্রানাকারের সংঘর্ষে মৃত্যু হলো এক ব্যাক্তির এবং আহত হয়েছে আরো দুইজন, ঘটনায় মৃত্যু হয় 60 বছর বয়সী আব্দুল গফ্ফর সেখ মল্লিক নামের এক ব্যাক্তি এবং আহতদের নাম সৈয়দুল মল্লিক ও ইউনূস মল্লিক, মৃত ওই ব্যাক্তির দেহ খড়গ্রাম থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় এবং আহতদের চিকিৎসার জন্য প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল পড়ে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

Videos similaires