আজ থেকে শিয়ালদা মেট্রো স্টেশনে শুরু হল যাত্রী পরিষেবা। সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়ল প্রথম মেট্রো। ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই মেট্রো স্টেশনে ভিড়। কেউ আবার প্রথম মেট্রোর যাত্রী হতে রাত ৩টেয় শিয়ালদা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে শিয়ালদায় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা। রবিবার বাদে প্রতিদিনই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ চলাচল করবে মেট্রো। এই রুটে চলবে ১০০টি ট্রেন। প্রথম ট্রেন ছাড়ার আগে কেমন ছিল শিয়ালদা মেট্রো স্টেশনের অবস্থা? তুলে ধরেছেন এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য।