Mamata Banerjee: পাহাড় সফরে আজও প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। Bangla News

2022-07-13 18

পাহাড় সফরে আজও প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। আজ সকাল ১০টা নাগাদ তিনি প্রাতঃভ্রমণে বের হন। জাকির হুসেন রোড, নেহরু রোড ধরে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারমধ্যেই সারলেন জনসংযোগ। কোথাও শিশুদের আদর করলেন। তাদের হাতে চকোলেট তুলে দিলেন। কোথাও সবজির দোকানে গিয়ে খোঁজ নিলেন দামের। কোথাও আবার পর্যটকদের সেলফি তোলার আবদার মেটাতে হল মুখ্যমন্ত্রীকে। হাঁটতে হাঁটতেই মুখ্যমন্ত্রীর চোখে পড়ে রাজভবনের পাশে গান্ধী মূর্তি বিবর্ণ অবস্থায়, অযত্নে পড়ে রয়েছে। তিনি ওই মূর্তি রং করে নিয়মিত যত্ন নেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে গান্ধী মূর্তির পাশে নেতাজির একটি মূর্তি স্থাপনের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

Videos similaires