শ্যুটিং বিশ্বকাপে সোনা জয় বাঙালি কন্যার। ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে সোনা মেহুলি ঘোষের। ভারতীয় জুটি মেহুলি ঘোষ ও শাহু তুষার মানের সোনা জয়। এই নিয়ে চলতি শ্যুটিং বিশ্বকাপে দ্বিতীয় সোনা জিতল ভারতীয় দল।