রাঙামাটি শ্মশানের জমি দুর্নীতি মামলায় এবার কাঁথি পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দিলীপ চৌহান। পুলিশ সূত্রে খবর, রাঙামাটি শ্মশান সংস্কারের সময়, তার দায়িত্বে ছিলেন কাঁথি পুরসভার তত্কালীন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহান। মঙ্গলবার সন্ধেয় তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি মেলায় রাতে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গ্রিন সিটি মিশন প্রকল্পে বাতিস্তম্ভ-সহ একাধিক ক্ষেত্রে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানের বিরুদ্ধে। এর আগে এই ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে এক ঠিকাদার সম্প্রতি জামিন পেয়েছেন।