Ananda Sakal (Seg-C) : দাদা-দিদির পা ধরে লাভ নেই, গ্রহণযোগ্যতা থাকলে তবেই পঞ্চায়েতের টিকিট ; বার্তা অভিষেকের

2022-07-13 29

চক্রান্ত করে কেউ বাংলা ভাগের চেষ্টা করলে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। উত্তরবঙ্গে দাঁড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এদিন দার্জিলিঙে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধান্দাবাজ নেতাদের কথায় প্ররোচিত হবেন না, পাহাড়ে শান্তি বজায় রাখুন। পাল্টা, কটাক্ষ করেছে বিজেপি।

Videos similaires