তুমুল সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সূত্রের খবর, সামরিক বিমানে তিনি মলদ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছেন। গোতাবায়ার ইস্তফা নিয়ে আজই শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের আনুষ্ঠানিক ঘোষণা করার কথা। তার আগেই দেশ ছাড়লেন গোতাবায়া। সূত্রের খবর, বিমানে ছিলেন তাঁর স্ত্রী, দেহরক্ষী সহ চারজন। তবে তাঁর ভাই, প্রাক্তন মন্ত্রী বাসিল রাজাপক্ষে বিমানে দুবাই যাওয়ার চেষ্টা করেও পারেননি। তাঁকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের প্রাসাদ দখল করার আগেই গোতাবায়াকে সরিয়ে নিয়ে যায় সেনা। এই ক’দিন তিনি সমুদ্রে নৌবাহিনীর জাহাজে ছিলেন বলে সূত্রের খবর।