Ananda Sakal : রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ

2022-07-13 7

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের জল্পনা উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি দাবি করেন, তৃণমূলের অনেকেই NDA’র প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। যা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, কোন দলের বিধায়কদের ক্রসভোটিংয়ের সম্ভাবনা আছে? তৃণমূল অবশ্য এই বিষয়টিতে গুরুত্বই দিতে নারাজ। এরইমধ্যে বিরোধী শিবিরের অন্যতম মুখ উদ্ধব ঠাকরে জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে শিবসেনা এনডিএ-র প্রার্থীকেই সমর্থন করবে।

Videos similaires