প্রবল বৃষ্টিতে ভাসতে মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, অথচ ঘোর বর্ষাতেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপ সমুদ্রের ওপরে থাকায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। তাই আজ থেকে শুক্রবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।