Woman Death: মুচিপাড়ায় মহিলার মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে অনুমান

2022-07-12 36

মুচিপাড়ায় মহিলার মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে অনুমান। ঘরের মধ্যেই মৃত্যু, টেবিল ফ্যানের উপর উল্টে পড়ে ছিল দেহ। রাতেই মৃত্যু, আজ সকালে দেহ উদ্ধার, মৃতের নাম দীপালি পাত্র। দেহের ময়নাতদন্ত করা হয়েছে, তদন্তে মুচিপাড়া থানার পুলিশ। 

Videos similaires