Mamata Banerjee: প্রশাসনিক কাজ সামলে অন্যরূপে, দার্জিলিঙে ফুচকা বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী

2022-07-12 91

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন, এই প্রবাদকে সত্য প্রমাণিত করেছেন আগেই। প্রশাসনিক কাজকর্ম সামলে কখনও ঢুকে পড়েছেন হেঁশেলে, কখনও আবার রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা-ও। এ বার দার্জিলিংয়ে (Darjeeling) ফুচকা (Mamata Banerjee Prepares Phuchka) বানিয়ে সকলকে খাওয়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমালেন ফুচকা স্টলের সামনে।

Videos similaires