Smriti Irani: দাশনগরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ স্মৃতি ইরানির

2022-07-12 56

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে হাওড়ায় অমৃত মহোত্সব পদযাত্রা। এদিন হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এরপর দাশনগরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন স্মৃতি। সেখান থেকে পাঁচলায় গ্রাম পরিদর্শনে যান। ফিরে এসে হাওড়া সদর জেলা পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক করবেন স্মৃতি ইরানি। আজ রাত সাড়ে ৯টার বিমানে দিল্লি রওনা দেবেন স্মৃতি।

Videos similaires