তাঁরা প্রতিদিন অনেকটা সময় একসঙ্গে শ্যুটিং ফ্লোরে কাটান। কিন্তু এতগুলো দিন পেরিয়ে কে কাকে ঠিক কতটা চিনে উঠতে পেরেছেন? ধারাবাহিক খেলনাবাড়ির সেটে গিয়ে বিশ্বজিৎ আর আরাত্রিকার মুখোমুখি হয়ে সেই খোঁজই নিলেন আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এর হংসিনী আর তাপসী সিরিয়ালের গল্পে যতই যুযুধান প্রতিপক্ষ হোন না কেন, বাস্তবে তাঁদের সম্পর্কটা এক্কেবারে আলাদা। সাজঘরে শ্রী আর শার্লির মুখোমুখি আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়।