এখন ভোট নেই, ভোট চাইতে আসিনি। তৃণমূল নির্বাচনের পাখি নয়। বহিরাগতরা চলে যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বিধানসভা ভোটের পর ১৪ মাসে বাংলায় আসা ডেইলি প্যাসেঞ্জারদের দেখা নেই। দরকারের সময় তৃণমূলকেই মানুষ পাশে পাবে। আমি আজ ভোট চাইতে আসিনি, ক্ষমা চাইতে এসেছি।