"তৃণমূল নির্বাচনের পাখি নয়। বহিরাগতরা চলে যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বিধানসভা ভোটের পর ১৪ মাসে বাংলায় আসা ডেইলি প্যাসেঞ্জারদের দেখা নেই। দরকারের সময় তৃণমূলকেই মানুষ পাশে পাবে। আলাদা করে উত্তরবঙ্গ বলে কোনও শব্দ নেই তৃণমূলের অভিধানে। শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে রক্ষা করব। বাংলাকের ভাগ করতে দেব না।'' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।