ফের দেবাঞ্জন কাণ্ডের ছায়া?

2022-07-12 1

বছরখানেক আগে ২০২১ জুন মাসেই ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের প্রতারণা রীতিমত নাড়িয়ে দিয়েছিল গোটা কলকাতা পুরসভায়। ফের একই ভাবে রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের আপ্তসহায়কের নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টালিগঞ্জের প্রতাপাদিত্য রোড থেকে গ্রেফতার অভিযুক্ত মহিলা মৌ গুহ।

Videos similaires