বর্ধমানে মদকাণ্ডে গ্রেফতার তারা মা হোটেলের মালিক গণেশ পাসোয়ান। ঘটনার পর থেকেই নার্সিংহোমে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। আজ সকালে তাঁকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বর্ধমানে ৮ জনের রহস্যমৃত্যুর ঘটনায় ৬ জনের পরিবার মদ খেয়ে মৃত্যুর কথা স্বীকার করে।